নতুন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো উত্তর কোরিয়া

নতুন একটি দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে এটি প্রদর্শন করা হয়। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী হলে এটি হবে বিশ্বের বৃহত্তর রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইলগুলোর (আইসিবিএমস) একটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। ওই অনুষ্ঠানে দূরপাল্লার সমরাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। তবে এদিন এমন একটি আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যা আগে কখনও দেখানো হয়নি।

ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের উপ-পরিচালক মেলিসা হানহাম বলেন, ‘এ ক্ষেপণাস্ত্রটি দানবীয়’।

কুচকাওয়াজ অনুষ্ঠানে উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো এযাবৎকালের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৫ প্রদর্শন করা হয়েছে। এদিন কিম বলেন, ‘আমরা ক্রমাগত আমাদের জাতীয় প্রতিরক্ষা ক্ষমতা ও আত্মরক্ষামূলক যুদ্ধাস্ত্র তৈরি করে যাবো।’