হেলিকপ্টারের সংঘর্ষে আফগানিস্তানে ৯ সেনা নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে দেশটির অন্তত নয় সেনা সদস্য নিহত হয়েছে। বুধবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নাভা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই অঞ্চলে তালেবান বিরোধী লড়াই চালাচ্ছে আফগান বাহিনী। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

গত কয়েক দিন ধরে হেলমান্দ প্রদেশে আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গত সোমবার সরকারি বাহিনীর হামলায় ৭০ জনের বেশি তালেবান নিহত হওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে

তালেবান বিরোধী লড়াইয়ে নিয়োজিত থাকার সময় বুধবার এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দেয়া এবং আহত সেনাদের ফিরিয়ে নেয়ার কাজ করছিল হেলিকপ্টার দুটি। স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।