৩ সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন জাসিন্ডা

আগামী তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় সরকার গঠন করতে যাচ্ছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নির্বাচনে নজিরবিহীন জয় পাওয়ার পর রবিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

1

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মধ্য-বামপন্থী জাসিন্ডা আরডার্নের লেবার পার্টি মোট ভোটের ৪৯ ভাগ এবং প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল কনজারভেটিভ ন্যাশনাল পার্টি ২৭ ভাগ ভোট পেয়েছে। দেশটির ১২০ আসনের মধ্যে এরইমধ্যে ৬৪টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যা ইতিহাসে নজিরবিহীন।  

রবিবারের সংবাদ সম্মেলনে জাসিন্ডা বলেন, চূড়ান্ত ফল আসতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। আমার প্রত্যাশা এই সময়ের মধ্যে আমরা সরকার গঠন করতে পারবো।

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা জাসিন্ডার দল লেবার পার্টি এককভাবে সরকার গঠন করবে নাকি একাধিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হবে সেই বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু বলা হয়নি।

১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এবারই প্রথম কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হলো।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মোকাবিলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর বিদ্বেষের বিপরীতে দাঁড়িয়ে সম্মিলনের আহ্বান জানানো ও হতাহতদের পাশে থাকাসহ বিভিন্ন ঘটনায় নাগরিকদের মানসিকতা বুঝে ব্যবস্থা নেওয়ার ফলে ভোটারদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন জাসিন্ডা।