নিজেদের বিজয়ী দাবি করে বাগদাদির নতুন বার্তা!

nonameমার্কিন নেতৃত্বাধীন জোট আর রাশিয়ার ক্রমাগত বিমান হামলার মধ্য দিয়েও সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন আইএসকে দুর্বল করা যায়নি; সংগঠনের প্রধান আবু বকর আল বাগদাদির বরাতে প্রকাশিত এক নতুন একটি অডিও বার্তায় এমন দাবি করা হয়েছে। রুশ-মার্কিন বাহিনীর বিরুদ্ধে নিজেদের বিজয়ী হিসেবে উল্লেখ করার পাশাপাশি টুইটারে সৌদি নেতৃত্বাধীন জোট গঠনের নিন্দাও জানানো হয়। 

তবে ওই বার্তাকে বাগদাদির বলে দাবি করা হলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এর আগেও একই টুইটার অ্যাকাউন্ট থেকে আইএস-এর নামে অডিও বার্তা প্রকাশিত হয়েছিল।
সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট দাবি করে, শনিবার টুইটারে নতুন বার্তাটি প্রকাশ করা হয়। বাগদাদির নামে দেওয়া ওই বার্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের নেতৃত্বে মুসলিম জোট গঠনের নিন্দা জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘যদি এটি ইসলামি জোট হতো তবে তারা নিজেদেরকে ইহুদি আর খ্রিস্টান প্রভুদের কাছ থেকে নিজেদের মুক্ত রাখতো এবং ইহুদিদের হত্যা ও প্যালেস্টাইনের স্বাধীনতাকে নিজেদের লক্ষ্য বানাতো।’
বাগদাদির নামে সবশেষ অডিও প্রকাশিত হয়েছিল গত মে মাসে। সূত্র: হাফিংটন পোস্ট

 /এফইউ/বিএ/