দোদুল্যমান ৬ অঙ্গরাজ্যে এগিয়ে বাইডেন

যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারের চূড়ান্ত পর্যায় পার করছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কে জয়ী হতে যাচ্ছেন, তা বুঝতে দোদুল্যমান আট অঙ্গরাজ্যের সবশেষ জনমত জরিপের দিকে নজর রাখছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জরিপ অনুযায়ী, ৮ অঙ্গরাজ্যের ৬টিতেই এগিয়ে আছেন জো বাইডেন।

জো বাইডেন

জাতীয় পর্যায়ের জনমত জরিপে জো বাইডেন এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। গার্ডিয়ান বলছে, এবারের নির্বাচনে ৮টি দোদুল্যমান রাজ্য ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো হলো: ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া, আইওয়া ও মিশিগান। হোয়াইট হাউজে যেতে এবার এসব রাজ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। জনমত জরিপে ওহাইও ও আইওয়াতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাকি ৬ অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে রয়েছেন।

তবে তার মানে এই নয় যে ডেমোক্র্যাট দলীয় এই প্রার্থীর বিজয় নিশ্চিত। ২০১৬ সালের নির্বাচনি প্রচারণার প্রায় পুরোটা সময়ে জনমত জরিপে ট্রাম্পের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন। তবে শেষ পর্যন্ত ইলেক্টোরাল কলেজ ভোটে পরাজয় হয় তার। কারণ, প্রেসিডেন্সিয়াল ভোটিং ব্যবস্থায় প্রত্যেক অঙ্গরাজ্যেই আলাদা আলাদা ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। এর ভিত্তিতেই বিজয়ী নির্ধারণ করা হয়। এরমধ্যে কিছু অঙ্গরাজ্য দোদুল্যমান থাকে। তার মানে এসব অঙ্গরাজ্যে কে বিজয়ী হতে পারে তার ব্যাপারে স্পষ্ট কোনও আভাস পাওয়া যায় না। আর এ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোকেই মূলত প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেন প্রার্থীরা।

প্রতিদিন গার্ডিয়ানের পোল ট্র্যাকারের মাধ্যমে আট দোদুল্যমান অঙ্গরাজ্যের ১৪ দিনের জনমত জরিপের গড় করা হয়। নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা এ অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনি দৌড় কেমন চলছে, তা নিরূপণ করাই এর উদ্দেশ্য।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের জনমত জরিপ নিয়ে সতর্ক হতে হবে। বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফল নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ২০১৬ সালের জনমত জরিপে ট্রাম্প সমর্থকরা বিপুলভাবে গণনার বাইরে থেকে গিয়েছিল। তাদের পক্ষ থেকে (জরিপকারী) আশ্বস্ত করা হলেও আমরা নিশ্চিত নই যে তারা এগুলো সংশোধন করেছে কিনা। হতে পারে তারা ডেমোক্র্যাটিক সমর্থন বেশি করে গণনা করছে (হতে পারে যেসব মানুষ এখন বলছে বাইডেনকে ভোট দেবে, তারা সবাই বাইডেনকে আসলে ভোট নাও দিতে পারে)। মনের মধ্যে জন্ম নেওয়া এসব সাবধানবাণীকে মাথায় রেখে আমরা সবশেষ জনমত জরিপগুলো উপস্থাপন করছি।’