করোনামুক্ত হলেও দীর্ঘদিন থেকে যেতে পারে উপসর্গ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ব্যক্তির শরীরে অনেকদিন পর্যন্ত উপসর্গ থেকে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে করা এক গবেষণার প্রাথমিক ফলাফলে এমন আভাস মিলেছে।

করোনাভাইরাসের সাধারণ উপসর্গ যেমন-- জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা ভাইরাস আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই দেখা যায়। এর পর শারীরিক ইমিউনিটির উপর নির্ভর করে আরও মারাত্মক উপসর্গ শরীরে দেখা দেবে কিনা। সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। তাদের দাবি, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও বহু রোগীর শরীরে থেকে যাচ্ছে করোনার উপসর্গ।

অক্সফোর্ডের গবেষণায় দেখা গেছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুই থেকে তিন মাস পরও রোগীরা শ্বাসকষ্ট, ক্লান্তি, উদ্বেগ ও হতাশায় ভুগছেন। এসব রোগীর শরীরের বেশ কিছু অঙ্গের অস্বাভাবিকতাও শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিদের কারও কারও ক্ষেত্রে প্রদাহ স্থায়ী হয়ে যেতে পারে।