চীনের সেই খনি মালিকের আত্মহত্যা

চীনের জিপসাম খনি থেকে একজন উদ্ধার



ধসের কারণে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের জিপসামের যে খনিতে দুইদিন ধরে ১৭ শ্রমিক আটকা পড়ে আছেন, সেই খনির মালিক আত্মহত্যা করেছেন। রোববার একটি খনি কূপে ঝাঁপ দিয়ে মা কংবো নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেন। চীনের সংবাদ সংস্থা শিনহুয়ার বরাতে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  
নিজস্ব প্রতিনিধির বরাতে বিবিসি জানায়, ঠিক কী কারণে কংবো আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যেসব নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে সাজা কঠোর করেছে চীনা কর্তৃপক্ষ। আর সেটাকেই সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।  
শুক্রবার ইউরোং কোম্পানির মালিকানাধীন জিপসাম খনিতে ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়। খনি থেকে চারজন বের হয়ে আসতে সক্ষম হন। পরে উদ্ধারকারীরা বেশ ক’জনকে খনি থেকে বের করে আনলেও এখনও আটকা পড়ে আছেন ১৭ জন।
চীনে চলতি বছর হওয়া বেশ কয়েকটি শিল্প দুর্ঘটনার মধ্যে এটি একটি। ধারাবাহিক শিল্প দুর্ঘটনা চীনের শিল্প ব্যবস্থা এবং মানকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/