মাঠে নামছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের হয়ে সশরীরে প্রচারণার মাঠে নামছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাবেক এ সহযোগীর হয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) থেকে প্রচার-প্রচারণা শুরু করবেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। নির্বাচনের চূড়ান্ত সময়গুলোতে দোদুল্যমান রাজ্যগুলোকে প্রাধান্য দিয়ে প্রচারণা চালাচ্ছেন জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত এ সময়ে জো বাইডেনের হয়ে মাঠে নামছেন ওবামাও।

স্থানীয় সময় বুধবার রাতে পেনসিলভানিয়ার বড় শহর ফিলাডেলফিয়াতে সরাসরি প্রচারাভিযানে যোগ দেবেন ওবামা। বাইডেনসহ অন্যান্য ডেমোক্র্যাটিক প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানাবেন তিনি। ২০০৮ ও ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে পেনসিলভানিয়াতে জয় পেয়েছিলেন ওবামা। সেসময় কৃষ্ণাঙ্গ ভোটারদের আকৃষ্ট করতে পেরেছিলেন তিনি।

জানা গেছে, পেনসিলভানিয়া ছাড়াও ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন ও আরও কয়েকটি রাজ্যে বাইডেনের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন ওবামা। এর মধ্যে কোনও কোনওটিতে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও অংশ নেবেন।