যুক্তরাষ্ট্রে রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন

কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ব্যবহারের জন্য গিলিয়াড সায়েন্সেসের ভাইরাসপ্রতিরোধী ওষুধ রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটির আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

1

এফডিএর এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাওয়া প্রথম ও একমাত্র ওষুধ হলো রেমডেসিভির। এটি শিরায় প্রয়োগ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়েছিল।

অবশ্য, গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, তাদের বৈশ্বিক গবেষণায় রোগীদের ক্ষেত্রে রেমডেসিভিরের যথেষ্ট প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই গবেষণা এখনও বাইরের গবেষকরা পর্যালোচনা করেননি। তবে গত মে মাস থেকে এফডিএর জরুরি অনুমোদনের আওতায় রেমডেসিভির ব্যবহৃত হয়ে আসছিল। এবার ওষুধটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা নিয়ে সন্তুষ্ট নয় গিলিয়াড। তাদের দাবি, ওই গবেষণায় ‘পক্ষপাত’  থাকতে পারে। গিলিয়াড জানিয়েছে, তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে রেমডেসিভিরের চাহিদা পূরণ করছে। আর অক্টোবরের শেষ নাগাদ তারা বৈশ্বিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাদের এই ওষুধ বিশ্বের প্রায় ৫০টি দেশে অনুমোদন বা সাময়িক অনুমোদন পেয়েছে।