পদ ফাঁকা, অথচ ফ্রান্স থেকে রাষ্ট্রদূতকে ফেরাতে পাকিস্তানে রেজুলেশন!

ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় যেসব দেশে ব্যাপক প্রতিবাদ হয়েছে তার একটি পাকিস্তান। এর মধ্যেই সোমবার পাকিস্তানের পার্লামেন্টে নেওয়া এক প্রস্তাবে ফ্রান্সে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়। তবে বাস্তবে দেশটিতে তাদের কোনও রাষ্ট্রদূতই নেই।noname

ফ্রান্সে নিযুক্ত পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন মইন উল-হক। আরও তিন মাস আগেই তাকে চীনে বদলি করা হয়। এরপর ফ্রান্সে আর কোনও রাষ্ট্রদূতই নিয়োগ দেয়নি ইসলামাবাদ‍।

সোমবার পার্লামেন্টের ওই রেজুলেশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশিও সমর্থন দিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্রান্সে যে পাকিস্তানের কোনও রাষ্ট্রদূত নেই তা কুরেশির জানা থাকার কথা। তবে পার্লামেন্টে তিনি এ ব্যাপারে কোনও তথ্য দেননি।

এর আগে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায় ফ্রান্স সরকারের সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনকে উৎসাহিত করে ম্যাক্রোঁ ইসলামকে আক্রমণ করছেন। তার মন্তব্য লাখ লাখ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।