আলুর ঘাটতি মেটাতে ভুটানের দ্বারস্থ ভারত

আলুর ঘাটতি মেটাতে প্রতিবেশি দেশ ভুটানের দ্বারস্থ হয়েছে ভারত। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় ব্যবসায়ীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিনা লাইসেন্সেই ভুটান থেকে আলু আমদানি করতে পারবেন। শুক্রবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতর (ডিজিএফটি)।

noname

টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ রুপিতে। উচ্চমূল্য মোকাবিলায় আগামী কয়েকদিনের মধ্যেই ভুটান থেকে ৩০ হাজার টন আলু পৌঁছাবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গয়াল।

পৃথক এক বিজ্ঞপ্তিতে ডিজিএফটি জানিয়েছে, শুল্ক হার কোটা প্রকল্পের আওতায় আলু আমদানির সুযোগ রেখেছে ভারত সরকার। এ পদ্ধতিতে একটি আমদানি-রফতানি কোডের বিপরীতে একটিই আবেদন বিবেচনা করা হবে। সফল আবেদনকারীদের নিশ্চিত করতে হবে যে আগামী বছরের ৩১ জানুয়ারির আগে চালান ভারতীয় বন্দরে পৌঁছাবে। এভাবে মোট ১০ লাখ টন আলু আমদানির অনুমতি দেয়া হচ্ছে।