সোমবার থেকে ব্রিটেনে ফের লকডাউন

ব্রিটেনে মাসব্যাপী দ্বিতীয় লকডাউনের ঘোষণা আসছে। তবে এই লকডাউনে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

noname

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফ থেকে ষ্টে হোম না‌মের নতুন এই লকডাউনের ঘোষণা আসতে পারে।

প্রথম লকডাউ‌নের পর ব্রিটেনজু‌ড়ে বি‌ভিন্ন এলাকা‌ ভি‌ত্তিক লকডাউন দেয়া হ‌লেও তা পরবর্তীতে অকার্যকর ব‌লে প্রমা‌ণিত হয়। বিশেষজ্ঞরা বল‌ছেন, ব্রিটে‌নে ক‌রোনার প্রথম তর‌ঙ্গের চে‌য়ে দ্বিতীয় তর‌ঙ্গে বে‌শি সংখ‌্যক প্রানহানি ঘট‌তে পারে।

ব্রিটে‌নের বি‌ভিন্ন সংস্থা গত ক‌য়েক সপ্তাহ ধ‌রেই দেশজু‌ড়ে দ্বিতীয় লকডাউনের দাবি জা‌নি‌য়ে আস‌ছে। তবে সরকার দে‌শের অর্থনী‌তি রক্ষার প্রশ্নকে সামনে এনে পু‌রো দেশে লকডাউন না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিল ।  

তবে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের বাইরে চ‌লে যাওয়ার আশঙ্কায় সোমবার থে‌কে নতুন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।