শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আছে আর মাত্র দুই মাস ১০ দিন। এর মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।noname

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সন্ত্রাসবিরোধী সেন্টারের পরিচালক ক্রিস্টোফার মিলার। তার এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই এসপারের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে নিজ থেকেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এসপার। তবে তার পদত্যাগপত্র জমা পড়ার আগেই প্রেসিডেন্ট তাকে অব্যাহতি দিলেন।

২০২০ সালের জুনে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়া বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্পের সঙ্গে এসপারের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেন এসপার। তার বক্তব্য ছিল, পরিস্থিতি খুবই গুরুতর ও ভয়াবহ হলেই কেবল সেনা মোতায়েন করা যেতে পারে। এর আগে নয়। এ নিয়ে তখনই হোয়াইট হাউসের রোষানলে পড়েছিলেন তিনি।