পাল্টা পদক্ষেপে বেলারুশের দুই কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাজ্য

বেলারুশের দুই কূটনীতিককে বহিষ্কারের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের দেশে ফেরত যেতে বলা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র দফতরে বেলারুশের রাষ্ট্রদূতকে তলব করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

গত রবিবার বেলারুশের রাজধানী মিনস্কে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে যুক্তরাজ্য কঠোর প্রতিক্রিয়া জানায়। এর জবাবে সোমবার মিনস্কে যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাচেসহ দুই কূটনীতিককে বহিষ্কার করে বেলারুশ।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে বেলারুশের দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেন, বৈধ কর্তব্য পালনের পরও দুই ব্রিটিশ কূটনীতিককে দেশে ফেরত দেওয়ায় কূটনৈতিক শিষ্টাচার মেনে বেলারুশ দূতাবাসের দুই কর্মকর্তাকে দেশে ফেরত যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত আগস্টের বিতর্কিত নির্বাচনের জেরে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোসহ বেলারুশের বেশ কয়েক জন শীর্ষ কর্মকর্তার ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ভোট জালিয়াতির অভিযোগে এনে বেলারুশের বিরোধীরা পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে বলে মনে করে যুক্তরাজ্য।