পাকিস্তান ও বাংলাদেশকে ভারতের অঙ্গীভূত করার পরামর্শ মহারাষ্ট্রের মন্ত্রীর

পাকিস্তান ও বাংলাদেশকে ভারতের অঙ্গীভূত করার পরামর্শ দিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের মন্ত্রী নওয়াব মালিক। পাকিস্তানের করাচি একদিন ভারতের অংশ হবে; এক বিজেপি নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার এমন মন্তব্য করেন তিনি।noname

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা নওয়াব মালিক বলেন, বার্লিন দেয়াল যদি ধ্বংস হতে পারে তবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ মিলে কেন এক দেশ হতে পারবে না? বিজেপি যদি এই অঙ্গীভূত করার কাজটি করতে পারে তাহলে আমরা অবশ্যই তাদের স্বাগত জানাবো।

করাচি একদিন ভারতের অংশ হবে; মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্রে ফাড়নবিশের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে নওয়াব মালিক বলেন, ‘দেবেন্দ্র জি যেভাবে বলেছেন যে, করাচি একদিন ভারতের অংশ হবে। আমরা বলছি, ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে একত্রিত করা উচিত।

নওয়াব মালিক বলেন,  বৃহন্নুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নির্বাচনের আরও ১৫ মাস বাকি আছে। নির্বাচনে মহারাষ্ট্রের ক্ষমতাসীন এমভিএ জোট সরকারের শরিক শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে তার দল এনসিপি-ও জোটবেঁধে লড়তে চায়। সূত্র: ইন্ডিয়া ডটকম।