মার্কিন যুদ্ধ জাহাজকে ধাওয়া দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে নিজেদের জলসীমা থেকে ধাওয়া করে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি জাপান সাগরে রাশিয়ার আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস জন এস ম্যাককেইন যুদ্ধ জাহাজ অবৈধভাবে ঢুকে পড়ে। মঙ্গলবার সেটি তাড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

মস্কো জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটিকে মৌখিকভাবে সতর্ক করে জানিয়ে দেয় অবিলম্বে রুশ জলসীমা ছেড়ে না গেলে তাদের বাধ্য করা হবে। পরে জাহাজটি দ্রুত নিরপেক্ষ জলসীমায় প্রবেশ করে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই ধরনের ঘটনা বিরল হলেও স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট ও রাশিয়ার মধ্যে দুর্বল কূটনৈতিক ও সামরিক যোগাযোগের বিষয়টিকে সামনে আনে।

রাশিয়ার দাবি রুশ জলসীমা ছেড়ে যাওয়ার পর মার্কিন জাহাজটি আবারও তাদের সীমানায় প্রবেশের চেষ্টা করেনি। তবে অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটির গতিবিধির ওপর নজর রেখেছে বলে জানিয়েছে তারা।