২০১৫ সালে ১১০ সাংবাদিক নিহত

Part-NIC-Nic6248382-1-1-0২০১৫ সালে বিশ্বব্যাপী নিহত হয়েছেন ১১০ জন সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন ৬৭ জন। নিহত বাকি ৪৩ সাংবাদিকের মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে। তবে এসব মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। ২৯ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে আরএসএফ। এতে বলা হয়, চলতি বছর সাংবাদিকদের মধ্যে হতাহতের হার তুলনামূলকভাবে শান্তিপূর্ণ দেশগুলোতেই বেশি ছিল।
প্রতিবেদনে আইএস অধ্যুষিত ইরাক ও সিরিয়াকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলতি বছর এ দুই দেশে যথাক্রমে ১১ ও ১০ জন সাংবাদিক দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স।
সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো নগরীকে পেশাগত ও সিটিজেন জার্নালিস্টদের জন্য ‘মাইনফিল্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ফরাসি বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদো’র কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন ৮ সাংবাদিক।

ভারতে চলতি বছর ৯ সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে পাঁচ সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিহত হয়েছে। আর বাকি চার জন নিহত হওয়ার কারণ অজ্ঞাত।

এ বছর ৫৪ জন সাংবাদিককে জিম্মি করা হয়। এর মধ্যে সিরিয়ায় রয়েছেন ২৬ জন। এ ছাড়া ১৫৩ সাংবাদিক কারাগারে রয়েছেন। এর মধ্যে চীনে ২৩ ও মিশরে ২২ জন রয়েছেন।

২০১৪ সালে দুই-তৃতীয়াংশ সাংবাদিক নিহত হন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে। তবে ২০১৫ সালের চিত্র পুরোপুরি উল্টো। এ বছর দুই-তৃতীয়াংশ সাংবাদিক এমন সব দেশে নিহত হয়েছে যেখানে ‘শান্তিপূর্ণ’ পরিস্থিতি বিরাজ করছে।

আরএসএফ মহাসচিব ক্রিস্টোফি দেলোইরি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন প্রয়োগের জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ জরুরি।

তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় জাতিসংঘ মহাসচিবের এক বিশেষ প্রতিনিধিকে কোন ধরণের বিলম্ব ছাড়াই নিয়োগ করা উচিত। সূত্র: ইয়াহু।

/এমপি/