নমুনা আনতে চাঁদে পৌঁছেছে চীনের চন্দ্রযান

চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে পাঠানো চীনের একটি চন্দ্রযান সফলভাবে সেখানে অবতরণ করেছে। চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, মঙ্গলবার দেশটির স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি পূর্বনির্ধারিত স্থানে অবতরণ করে। প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে চন্দ্রযানটি পৃথিবীতে ফিরে আসবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।চন্দ্রযানের ছবিটি প্রকাশ করে চীনা বার্তা সংস্থা সিনহুয়া

গত ২৪ নভেম্বর চ্যাং-ফাইভ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করে চীন। এতে চাঁদের কক্ষপথে অবস্থানের একটি অর্বিটর, একটি চন্দ্রযান এবং সেটিকে চাঁদে নিয়ে যাওয়া-আসার সক্ষমতাসম্পন্ন আরও দুটি যান রয়েছে।

মঙ্গলবার চন্দ্রযানটি চাঁদে অবতরণের পর পরবর্তী প্রায় ৪৮ ঘণ্টা ধরে চাঁদের পিঠে নমুনা সংগ্রহ সংক্রান্ত কাজ করবে। পরে সেটিকে ফিরিয়ে আনা হবে পৃথিবী থেকে প্রায় তিন লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে চাঁদের কক্ষপথে অবস্থান করা মূল মহাকাশযানে। আর সেটিই সংগ্রহ করা নমুনাসহ চন্দ্রযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, অবতরণের পর থেকে চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠদেশের ছবি পাঠাতে শুরু করে। চ্যাং-ফাইভ মিশনের উপপ্রধান নকশাবিদ পাং জিং জানিয়েছেন, গত ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে পৃথিবী থেকে চাঁদের নমুনা সংগ্রহে যাওয়া প্রথম মিশন এটি। এই মানুষবিহীন চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি মাটি খুঁড়েও নমুনা সংগ্রহ করবে।

যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে চীন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করতে মহাকাশযান পাঠিয়েছে। অভিযান শেষে ফেরার পর মহাকাশযানটি চীনের উত্তরাঞ্চলীয় একটি এলাকায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।