পাকিস্তান হাইকমিশনে প্রবাসী সাংবাদিকদের স্মারকলিপি, বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস গণহত্যার দায় স্বীকার করে ইসলামাবাদকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে লন্ডন প্রবাসী সাংবাদিকরা। ১৪ ডিসেম্বর (সোমবার) শহীদ বুদ্ধিজীবী দিবসে ব্রিটেনের বাংলা সংবাদমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউকে-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।noname

সোমবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের পাকিস্তান হাইকমিশনে ওই স্মারকলিপি হস্তান্তর করেন ইউকে-বাংলা প্রেস ক্লাবের নেতারা। হাইক‌মিশ‌নের দুইজন ঊর্দ্ধতন কর্মকর্তা স্মারক‌লি‌পিটি গ্রহণ ক‌রেন।

ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের নেতৃবৃন্দ জানান, হাইকমিশনে স্মারকলিপি প্রদান ছাড়াও পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর ই‌-মেই‌লে ও ডাক‌যো‌গেও এর ক‌পি পাঠা‌নো হয়েছে। নেতারা জানান,  ২০১১ সা‌লে এক সাক্ষাতকারে ইমরান খান ব‌লে‌ছি‌লেন, ৭১ এর বর্বরতার ঘটনায় বাংলা‌দে‌শের কা‌ছে পা‌কিস্তা‌নের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তারা।

ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের নেতারা বলেন, ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই কারণে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।

লন্ডনের পাকিস্তান হাইকমিশনে স্মারকলিপি পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি এড‌ভো‌কেট বিপ্লব কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী, ট্রেজারার সাইদুল ইসলাম ও সদস্য তানভীর হাসান।