প্যারিস হামলার পরিকল্পনাকারীকে হত্যার দাবি পেন্টাগনের

সিরিয়ায় ন্যাটো বাহিনীর বিমান হামলাসিরিয়ায় মার্কিন বিমান হামলায় প্যারিস হামলার সন্দেহভাজন একজন পরিকল্পনাকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের দাবি, হামলায় নিহত হওয়ার আগে পর্যন্তও তিনি ফ্রান্সে আবার জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন।
পেন্টাগনের তরফে বলা হয়েছে, নিহত পরিকল্পনাকারীর নাম শরাফী আল মুয়াদান। এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন দাবি করেন, গত ২৪ ডিসেম্বর শরাফী আল মুয়াদান নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ফরাসি নাগরিক মুয়াদান প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদের প্রধান সহযোগী ছিলেন।
কর্নেল ওয়ারেন জানান,  মুয়াদান ফ্রান্সেই বড় হয়েছেন। শিক্ষা জীবনও সেখানেই কেটেছে। তার পর আইএস-এ যোগ দেওয়ার জন্য তিনি সিরিয়ায় চলে যান। পেন্টাগনের দাবি, প্যারিসে হামলার ছক তৈরি হওয়ার পর আবাউদের উপর তার মূল দায়িত্ব পড়ে। তার সহযোগী ছিলেন মুয়াদান। হামলার প্রস্তুতি পর্বে তিনি প্যারিস এবং সিরিয়ার মধ্যে সমন্বয়ের কাজ করেন।
উল্লেখ্য, প্যারিসে হামলার পর থেকে সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে ন্যাটো বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। ফরাসি গোয়েন্দাদের দাবি, প্যারিস হামলার ষড়যন্ত্র হয়েছিল সিরিয়া থেকে। সূত্র: গার্ডিয়ান
/বিএ/