নাইজেরিয়ায় অপহৃত ১৭ শিক্ষার্থী উদ্ধার, নিহত ২

জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত হওয়া শত শত শিক্ষার্থীর মধ্যে ১৭ জনকে উদ্ধার করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এক অভিযানে তাদের উদ্ধার করা হলেও মারা গেছে অপর দুই শিক্ষার্থী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

স্থানীয় সময় গত শুক্রবার রাতে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাতসিনা প্রদেশের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে মোটরসাইকেলে করে আসা স্বয়ংক্রিয় বন্দুকধারীরা  ঢুকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বহু শিক্ষার্থী আশেপাশের জঙ্গলে পালিয়ে যায়। তবে নিখোঁজ থাকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার এক কণ্ঠ বার্তায় এসব শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।

কাতসিনা প্রদেশের গভর্নর আমিনু মাসারি স্থানীয় একটি রেডিও স্টেশনকে জানিয়েছেন, ‘অপহৃত শিক্ষার্থীদের বড় একটি অংশ পার্শ্ববর্তী প্রদেশের জামফারা জঙ্গলে রয়েছে। তাদের রক্ষার প্রচেষ্টা চলছে।’

কাতসিনা পুলিশের মুখপাত্র জামবো ইসা বলেছেন, ১৭ শিক্ষার্থীকে উদ্ধারের অভিযানে এক নিরাপত্তা রক্ষী গুলিবিদ্ধ হয়েছে। বাকি শিক্ষার্থীদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করে কণ্ঠ বার্তা পাঠায় বোকো হারামের নেতা আবুবকর শেকাউ। ২০১৪ সালেও গ্রুপটি নাইজেরিয়ার চিবুক শহর থেকে কয়েকশ’ মেয়ে শিক্ষার্থীকে অপহরণ করে গোষ্ঠীটি।