বড়দিনের আগেই টিকাদান কর্মসূচি শুরু করতে চায় ইইউ

বড়দিনের আগেই টিকাদান কর্মসূচি শুরু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। জোটের ২৭টি দেশে একই দিনে এই কর্মসূচি শুরুর আশাবাদের কথা জানিয়েছেন ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লইয়েন। ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন আশাবাদের কথা জানান তিনি।

জার্মানি ও ফ্রান্স অবশ্য আগেই ভ্যাকসিন দেওয়ার সময় জানিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ফাইজার-বায়োএনটেক-এর তৈরি ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ।

ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা সংক্রান্ত সংস্থা অবশ্য ভ্যাকসিনটিকে এখনও ছাড়পত্র দেয়নি। তবে কয়েকদিনের মধ্যেই তারা ছাড়পত্র দেবে বলে মনে করা হচ্ছে। ছাড়পত্র পেলেই ইউরোপজুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।

উরসুলা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একসঙ্গে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তার বিশ্বাস, বড়দিনের আগেই টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হবে।

উরসুলা বলেন, অপেক্ষাকৃত গরিব দেশগুলোতে যাতে টিকা পৌঁছায় সেদিকে নজর রাখবে ইইউ। তবে আপাতত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাতে ঠিকমতো ভ্যাকসিনেশন হয় সেদিকে নজর রাখা হবে।

এদিকে বুধবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ফাইজারের ভ্যাকসিন ছাড়পত্র পেলেই কিভাবে তা দেওয়া শুরু হবে তা নিয়ে আলোচনা হয়।

জার্মান মন্ত্রী জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হবে। বয়স্ক মানুষদের সবার প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সুযোগ পাবেন স্বাস্থ্যকর্মীরা। ফরাসি প্রধানমন্ত্রীও জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ফ্রান্সে টিকা দেওয়া শুরু হবে। উরসুলা অবশ্য চাইছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একই দিনে ভ্যাকসিন দেওয়া শুরু হোক। সম্ভব হলে তা বড়দিনের আগেই। সূত্র: ডিডব্লিউ।