নাভালনিকে হত্যার চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান পুতিনের

বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে হত্যাচেষ্টার পেছনে রাশিয়ার ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনুসন্ধানী সংবাদমাধ্যম বেলিংক্যাটের এ সংক্রান্ত প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

গত ২০ আগস্ট সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে করে মস্কো ফিরছিলেন নাভালনি। মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে ওমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। এরপর নাভালনির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় জার্মানির বার্লিনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর বিষ প্রয়োগের ব্যাপারটি নিশ্চিত করেন।

সম্প্রতি বেলিংক্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলেক্সেই নাভালনিকে হত্যা করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুপ্তচরেরা দুই দফায় বিষ প্রয়োগ করেছিলেন। গুপ্তচরদের গোপন নথির সূত্রে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে চিকিৎসার জন্য নাভানলিকে যখন বিমানে করে জার্মানি নেওয়া হচ্ছিল, সে সময় দ্বিতীয়বারের মতো তাকে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। বেলিংক্যাটের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এএসবি’র সদস্যরা এসব প্রচেষ্টার জন্য দায়ী।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, ‘কার দরকার পড়েছে তাকে বিষ প্রয়োগের। এফএসবি সদস্যরা যদি চাইতো তাহলে তারা সম্ভবত তাদের কাজ শেষ করতো।’

রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নাভালনি সংক্রান্ত মামলার নথি ফাঁস করছে। তিনি বলেন, এর অর্থ হলো বার্লিনের রোগীর প্রতি আমেরিকান গোয়েন্দা সংস্থার সমর্থন রয়েছে।