চীনা জলসীমায় আটকে পড়েছে অন্তত ৩৯ ভারতীয়: দিল্লি

চীনের জলসীমায় দুইটি জাহাজে গত কয়েক মাস ধরে অন্তত ৩৯ জন ভারতীয় নাগরিক আটকে রয়েছে বলে জানিয়েছে দিল্লি। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এসব নাগরিককে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তব জানান, চীনের হুবেই প্রদেশের জিংতাং বন্দরের কাছে গত ১৩ জুন থেকে নোঙর করে থাকা এমভি জগ আনন্দ জাহাজে রয়েছে ২৩ জন ভারতীয় ক্রু সদস্য। এছাড়া সাওফেদিয়ান বন্দরের কাছে গত ২০ সেপ্টেম্বর থেকে নোঙর করে রয়েছে এমভি আনাসতাসিয়া। খালাসের অপেক্ষায় থাকা  এই জাহাজটিতে আরও ১৬ জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আটকে পড়া এসব ভারতীয় নাগরিকের মানবিক সহায়তা নিশ্চিত করতে ভারত সরকার নিয়মিতভাবে চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানান অনুরাগ শ্রিবাস্তব। তিনি বলেন, আমাদের দূতাবাস নিয়মিতভাবে চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের আরোপ করা করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে এসব জাহাজে কর্মী পরিবর্তনের অনুমোদন দেওয়া হচ্ছে না।




উল্লেখ্য, গত কয়েক মাস ধরে চীন-ভারত সম্পর্কে উত্তেজনা চলছে। লাদাখ সীমান্তে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পরও উভয় দেশ সামরিক উত্তেজনা অব্যাহত রাখে। এছাড়া চীনের বেশ কিছু অ্যাপ ভারত নিষিদ্ধ করে। তাছাড়া ভারতে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়।