আরও ইতিবাচক হয়ে উঠতে দ্বিধায় ভুগছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

দ্বিধায় ভোগার কথা স্বীকার করে নিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। সফলতা পেলেও আরও ইতিবাচক পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে এই দ্বিধা বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্য পরামর্শক জন কিরাওয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যৌথ নেতৃত্ব পছন্দ করায় তিনি কখনও একা বোধ করেন না। তিনি বলেছেন, চারপাশে মানুষ থাকলেই তিনি খুশি থাকেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় সফল নেতৃত্ব দিয়ে গত অক্টোবরের নির্বাচনে টানা দ্বিতীয়বার জয় পান জাসিন্ডা আর্ডেন। এই মহামারিতে তার দেশে মৃতের সংখ্যা ৩০ জনেরও কম।

স্বাস্থ্য পরামর্শক জন কিরাওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জাসিন্ডা আর্ডেন জানান বেশিরভাগ দিনই ক্লান্ত থাকায় তার ঘুমের সমস্যা নেই। বেশিরভাগ রাজনীতিবিদের মতো নিজেও বর্হিমুখী বলেও জানান তিনি। তবে আরও ইতিবাচক কিছু করতে গিয়ে নিজের আত্ম-দ্বন্ধ কাটানোর চেষ্টায় আছেন বলে জানান জাসিন্ডা।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যেসব মানুষের প্রশংসা করি তাদের অনেকেই আত্ম-সচেতন, আবার কারও কারও আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। মনে হয় আমার প্রকৃতির অনেক কিউই (নিউ জিল্যান্ডের নাগরিক) রয়েছে।’ তবে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী হওয়ার পর হাঁটার মতো ব্যায়ামের পরিমাণ কমে গেছে জানিয়ে জাসিন্ডা আর্ডেন জানান, এই সমস্যা কাটিয়ে উঠতে নিজের দুই বছর বয়সী মেয়ের সঙ্গে নিয়মিত নাচেন তিনি। তার মেয়ে ঘুমানোর আগে এবং পরে নাচতে ভালোবাসে বলেও জানান তিনি।