উহানে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের ১০ গুণ: জরিপ

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নতুন এক জরিপে আভাস মিলেছে, দেশটির উহান শহরের প্রায় পাঁচ শতাংশ মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। শহরটির জনসংখ্যা প্রায় এক কোটি দশ লাখ বলে ধারণা করা হয়। জরিপের আভাস অনুযায়ী, প্রায় পাঁচ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই আভাস সত্যি হলে, সরকারি হিসেবের চেয়ে শহরটিতে আক্রান্তের সংখ্যা অন্তত দশগুণ বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে। বৈজ্ঞানিক তথ্য প্রমাণ না থাকলেও ধারনা করা হয়ে থাকে সেখানকার একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত শহরটির ৫০ হাজার ৩৫৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এই হিসাবের মধ্যে অবশ্য লক্ষণ ছাড়া আক্রান্তদের গণনা করা হয়নি।

ভাইরাসটির উদ্ভব নিয়ে গবেষণা করতে একটি আন্তর্জাতিক দলের উহান পরিদর্শনের আগে নতুন জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা ৫ লাখ। বেইজিংয়ের সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর আগামী মাসে তাদের সফরের কথা চূড়ান্ত হয়েছে।

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নতুন জরিপে উহান শহর এবং হুবেই প্রদেশের বৃহত্তর এলাকা, বেইজিং, সাংহাই এবং আরও চারটি প্রদেশ থেকে ৩৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়। সিডিসি’র এক বিবৃতিতে জানানো হয়েছে, উহান শহরের প্রায় ৪.৪৩ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি রয়েছে। আর বৃহত্তর হুবেই প্রদেশে দশমিক ৪৪ শতাংশ মানুষের অ্যান্টিবডি রয়েছে।

জরিপে বলা হয়েছে, উহান শহরের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা কম। সিডিসি বলছে, ভাইরাসটি ঠেকাতে উহানে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কারণেই তার ব্যাপক বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে।