করোনায় মারা গেলেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত আইন প্রণেতা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত এক আইন প্রণেতা। লুইজিয়ানার রিপাবলিক সিনেটর লিউক লেটলো (৪১) স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেখানকার একটি হাসপাতালে মারা যান। আগামী রবিবার তার শপথ নেওয়ার কথা ছিলো। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।লিউক লেটলো

রিপাবলিকান সিনেটর রাল্ফ আব্রাহাম অবসর নেওয়ার পর গত ৫ ডিসেম্বর পুনর্নির্বাচনে জয়ী হন লিউক লেটলো। গত ১৮ ডিসেম্বর তার করোনা আক্রান্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। তার মৃত্যু হওয়ায় ওই আসনে বিশেষ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।

লিউক লেটলোর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে লুইজিয়ানায় সাত হাজার তিনশ’ মানুষের মৃত্যু হয়েছে। আর তাদের প্রত্যেকেই আমাদের রাজ্যে গভীর শূন্যতা রেখে গেছেন।’ লেটলোর শেষ কৃত্যের দিনে পতাকা অর্ধনমিত রাখার আদেশ দেওয়ার কথা জানান গভর্নর।

সাবেক সিনেটর রাল্ফ আব্রাহামের চিফ অব স্টাফ হিসেবে এক সময় কাজ করেছেন লিউক লেটলো। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আব্রাহাম বলেন, লিউক সম্প্রদায়ের প্রতি ভালোবাসা রেখে গেছেন। জীবনের প্রতিটি পদে তিনি যে ভালোবাসা ও বোঝাপড়া রেখে গেছেন তার তুলনা হবে না।