ইউক্রেনে অ্যাস্ট্রাজেনেকা-স্পুটনিক ভি ভ্যাকসিনের যৌথ ট্রায়াল চালাবে রাশিয়া

ইউক্রেনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক ভি ভ্যাকসিনের যৌথ ক্লিনিক্যাল ট্রায়াল চালাবে রাশিয়া। শনিবার রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর প্রধান জানিয়েছেন, তার দেশ এ ট্রায়ালের জন্য প্রস্তুত রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দেশের বাইরে স্পুটনিক ৫ ভ্যাকসিন বিপণনের দায়িত্বে থাকা আরডিআইএফ রাশিয়ার একটি সার্বভৌম প্রতিষ্ঠান। গত ডিসেম্বরে সংস্থাটি জানায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ ট্রায়ালের ঘোষণা দেয়।

আরডিআইএফ দেখতে চাইছে, অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে তাদের টিকার সংমিশ্রণ ঘটিয়ে ভ্যাকসিনের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলা যায় কিনা।

যুক্তরাজ্য ও ভারত এরইমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ২০২০ সালের গোড়ার দিকে ডিজাইন করা ভ্যাকসিনটি গত এপ্রিলে প্রথম স্বেচ্ছাসেবীদের ওপর পরীক্ষা করা হয়। পরে হাজার হাজার মানুষের ওপর ব্যাপক আকারের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন যেমন ৭০ ডিগ্রি তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা রয়েছে, এটিতে তা নেই। সাধারণ ফ্রিজেই এটি সংরক্ষণ করা সম্ভব।