সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে সিদ্ধান্তহীনতায় ব্রিটিশরা

সন্তানদের স্কুলে পাঠায় হবে কিনা তা নিয়ে সোমবার দ্বিধায় ভুগেছেন যুক্তরাজ্যের হাজার হাজার অভিভাবক। প্রধানমন্ত্রী বরিস জনসন বিগত কয়েক মাস ধরেই বলে আসছেন করোনাভাইরাসের মহামারিতে স্কুল নিরাপদ। তবে মহামারি পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকায় স্কুল ইউনিয়ন দাবি করছে শিক্ষক শিক্ষার্থীদের জন্য স্কুল নিরাপদ নয়। লন্ডন এবং আশেপাশের এলাকায় আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখা হয়েছে। কিন্তু অন্যান্য বহু এলাকায় শিক্ষার্থীদের এই সপ্তাহে স্কুলে ফিরতে বলা হয়েছে। আর এই নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজ।

স্কুল লিডার’স ইউনিয়নের সাধারণ সম্পাদক পল হোয়াইট জানিয়েছেন, টার্মের শুরুতেই কতগুলো স্কুল খোলা থাকবে তা বলা কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, টিয়ার ফোর (করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রযোজ্য বিশেষ অঞ্চল) এলাকার কিছু স্কুল গুরুত্বপূর্ণ কর্মীদের পরিবারের জন্য খোলা থাকবে আর অন্যদের জন্য দূরশিক্ষণ চালাবে। আবার কিছু টিয়ার ফোর এলাকায় সব মানুষের জন্যই স্কুল খোলা থাকবে। এটা স্কুল সংশ্লিষ্ট সবার জন্যই একটা দ্বিধান্বিত চিত্র।’

যুক্তরাজ্যের কয়েকটি কাউন্সিল লন্ডনের বাইরের স্কুল বন্ধ রাখার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কামব্রিয়া কাউন্টি কাউন্সিলের নেতা স্টুয়ার্ট ইয়াং জানান, সরকার তার এলাকার স্কুল চালু করতে বলেছে। তিনি বলেন, ‘এটা হতাশাজনক খবর আর আমার মনে হয় এটা কামব্রিয়া এবং আমাদের পরিবার এবং জনগোষ্ঠীর জন্য ভুল সিদ্ধান্ত।’