ভারতে ভ্যাকসিন নেওয়ার পর ৪৪৭ জনের শরীরে বিরূপ প্রতিক্রিয়া

ভারতে করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ৪৪৭ জনের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের জ্বর, মাথাব্যথা, এবং বমিভাব হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ পরিসংখ্যান প্রকাশ করে। তবে ভ্যাকসিন গ্রহণের কারণেই এসব পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৬ জানুয়ারি) থেকে করোনা ভ্যাকসিন প্রদানের কাজ শুরু করে ভারত। সারা দেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান কর্মসূচীর সূচনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক, স্বাস্থ্য কর্মী, সাফাই-কর্মীরা টিকা পাবেন। এর পরে পুলিশ, সামরিক বাহিনীর সদস্যরা এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ।

শনিবার প্রথম দিনেই সারা দেশে অন্তত ২ লাখ স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যা্কসিন প্রদান কর্মসূচির দ্বিতীয় দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার ভ্যাকসিন নেওয়ার পর সারা দেশ থেকে অনন্ত ৪৪৭ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গিয়েছে। টিকা নেওয়ার পরে একাধিক ব্যক্তির জ্বর আসে। কারও কারও মাথা ব্যথা কিংবা তন্দ্রাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গিয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এটা প্রথম দুদিনের হিসাব।

টিকা নেওয়ার পর যাদের নানা ধরনের অসুস্থতার উপসর্গ দেখা গেছে, তাদের মধ্যে কারা কারা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত 'কোভিশিল্ড' আর কারা ভারত বায়োটেকের তৈরি 'কোভ্যাক্সিন' নিয়েছেন, সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।