একদিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা সৌদি কর্তৃপক্ষের

সৌদি আরবের জাতীয় পতাকাএকদিনে ৪৭ জন কথিত সন্ত্রাসবাদীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের মধ্যে শিয়া ধর্ম প্রচারক নিমার আল নিমার ও আল-কায়েদা কমান্ডার ফারিস বিন সোয়েইল রয়েছেন।  ফাঁসি কার্যকর হওয়াদের মধ্যে একজন মিসরীয় ও একজন কানাডিয়ান নাগরিকও রয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মৃত্যদণ্ড কার্যকর করা ৪৭ জনের নাম ঘোষণা করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিলো। অভিযুক্তরা বিভিন্ন আবাসিক এলাকা ও সরকারি ভবনে হামলা ও হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিল বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, সৌদি আরবে ২০১৫ সালে সর্বমোট ১৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দুই দশকের মধ্যে এটিই দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ঘটনা। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এর মধ্যে প্রথম একশ’ জনের ৫৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায়। নভেম্বর মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল গত বছর সৌদিতে অন্তত ৬৩ জনকে মাদক সংক্রান্ত মামলায় ফাঁসি কার্যকর করা হয়। সূত্র: আল জাজিরা, দ্যা গার্ডিয়ান।
/বিএ/