স্থূলকায় ব্যক্তিদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি: সমীক্ষা

ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা বা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ওজন— এই ধরনের সমস্যা থাকলে তা কোভিডের বিপদ বাড়িয়ে দিতে পারে। এই কথা অনেক আগেই প্রমাণিত হয়েছে বিভিন্ন সমীক্ষায়। কিন্তু কী পরিমাণে ওজন বৃদ্ধি হলে, তা কোভিডের বিপদ কোন মাত্রায় বাড়াতে পারে, তার ব্যাখা দিয়েছেন একদল গবেষক।

ইসরায়েলের ‘চেইম শেবা মেজিক্যাল সেন্টার’-এর বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখিয়েছেন, ‘বডি মাস ইন্ডেক্স’ বা ‘বিএমআই’-এ বৃদ্ধির সঙ্গে কোভিডের সংক্রমণের আশঙ্কা প্রায় ২২ শতাংশ বেড়ে যায়।

ওজনকে (কিলোগ্রাম এককে) উচ্চতার (মিটার এককে) স্কয়ার দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাকে বিএমআই বলে ধরা হয়। যাদের বিএমআই ৩০ থেকে ৩৪ দশমিক ৯-এর মধ্যে, তাদের ‘ক্লাস ওয়ান ওবেসিটি’র মধ্যে রাখা হয়। এই বিভাগের মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রায় ২৭ শতাংশ বেশি।

যারা ‘ক্লাস টু ওবেসিটি’র মধ্যে পড়ছেন (বিএমআই ৩৫ থেকে ৩৯ দশমিক ৯) তাদের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ে ৩৮ শতাংশ। ‘ক্লাস থ্রি ওবেসিটি’ (বিএমআই ৪০ বা তার বেশি)-র ক্ষেত্রে সেটাই বেড়ে যায় প্রায় ৮৬ শতাংশ। সমীক্ষা বলছে, বিএমআই প্রতি ১ একক বৃদ্ধিতে ২ শতাংশ করে বাড়ে সংক্রমিত হওয়ার আশঙ্কা।

ওজন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কোভিড সংক্রমণের ব্যাপক আশঙ্কা থাকে। তাই করোনা সংক্রমণ এড়াতে মেদ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।