গ্যালাপ ইন্টারন্যাশনালের জরিপ

নতুন বছর নিয়ে সবচেয়ে আশাবাদী বাংলাদেশ

বাংলাদেশ সবচেয়ে আশাবাদীবিশ্বের ৬৮টি দেশের মধ্যে আগের বছরের চেয়ে নতুন বছর নিয়ে সবচে আশাবাদী দেশ বাংলাদেশ। কেবল তাই নয়, নতুন বছরে অফুরন্ত অর্থনৈতিক সমৃদ্ধির আশাবাদের দিক দিয়েও বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বা উইনের প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশ নেয়া ৬৬ শতাংশ বাংলাদেশি বলেছেন নিজেদের জীবন নিয়ে তারা সন্তুষ্ট। ৮০ শতাংশ মানুষ মনে করেন আগের বছরের চেয়ে এ বছরটি তাদের ভালো কাটবে। আর মাত্র ৭ শতাংশ মানুষ মনে করেন, বছরটি আগের বছরের চেয়ে খারাপ যাবে।
সবচেয়ে আশাবাদী দেশের তালিকায় বাংলাদেশের পর পরই রয়েছে চীন, নাইজেরিয়া,ফিজি ও মরক্কো। গত বছর ভারতের নাম শীর্ষ পাঁচে থাকলেও এবার তা হয়নি।
তবে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে বিশ্বের সবচেয়ে আশাবাদী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে নাইজেরিয়া, দেশটির ৬১ শতাংশ মানুষ মনে করে অর্থনৈতিক খাতে এ বছর তারা আগের বছরের চেয়ে বেশি অগ্রগতি করবে।

এখানে দ্বিতীয় স্থানেই রয়েছে বাংলাদেশ।

এছাড়া নিজেদের জীবন নিয়ে বাংলাদেশে সুখী মানুষের সংখ্যাও ৬০ শতাংশের ওপরে।

তবে আশাবাদী দেশের তালিকার বাইরে হতাশাবাদী বা অসুখী দেশের তালিকাও প্রকাশ করেছে উইন-গ্যালাপ।

প্রতিবেদন অনুযায়ী, নতুন বছর নিয়ে সার্বিকভাবে শীর্ষ হতাশাবাদী দেশ ইতালি।

আর সবচেয়ে অসুখী দেশ হলো ইরাক। সূত্র: গ্যালাপ ইন্টান্যাশনাল, মরক্কো নিউজ, বিবিসি বাংলা

/এফইউ/