যুক্তরাজ্যে চিকিৎসক ধর্মঘট, ৪ হাজার অস্ত্রোপচার স্থগিত

চিকিৎসকদের ধর্মঘটের কারণে যুক্তরাজ্যে অন্তত ৪ হাজার অস্ত্রপচার স্থগিত করা হয়েছে।মঙ্গলবার পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু করেন যুক্তরাজ্যের শিক্ষানবীশ ও কনিষ্ঠ চিকিৎসকরা। ৪০ বছর পর ধর্মঘটে গিয়েছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা
সূত্র জানায়, কনিষ্ঠ চিকিৎসকদের এই ধর্মঘটের কারণে অপেক্ষাকৃতভাবে কম গুরুতর অস্ত্রোপচার স্থগিত করা হলেও জরুরি চিকিৎসাসেবা দেওয়া হবে। সে জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়াও বুধবার পর্যন্ত রাত্রিকালীন দায়িত্ব ও অন্যান্য বিভাগের দায়িত্বও নেবেন জ্যেষ্ঠ চিকিৎসকেরা।
কনিষ্ঠ চিকিৎসকদের এই কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘এই ধর্মঘট প্রয়োজন ছিল না, এটি ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের এই মাত্রার ধর্মঘট রোগীদের ক্ষতি না করে পারে না।’
এদিকে, ব্রিটিশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন জানায়, কনিষ্ঠ ও শিক্ষানবীশ চিকিৎসকরা ওভারটাইম, ছুটির দিনে দায়িত্ব পালন ও সে জন্য ভাতা বৃদ্ধি বিষয়ে স্বাস্থ্যসচিবের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে এই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। গত নভেম্বরে এ বিষয়ে মতামত নেওয়া হলে ৯৮ শতাংশ চিকিৎসক ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের পর যুক্তরাজ্যে চিকিৎসকদের এই মাত্রার ধর্মঘট এই প্রথম।সূত্রঃ গার্ডিয়ান

/ইউআর/