পারস্য উপসাগরে ১০ মার্কিন নাবিক আটক করেছে ইরান

পারস্য উপসাগরের মানচিত্র

পারস্য উপসাগরে ১০ মার্কিন নাবিককে আটক করেছে ইরান। সংশ্লিষ্ট একজন  মার্কিন কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা  দুটি ছোট্ট নৌযানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি। নৌ-যান দু’টি কুয়েত থেকে বাহরাইন যাচ্ছিল।

তিনি জানান, ইরান জানিয়েছে আটক ১০ নাবিক সুস্থ আছেন। দ্রুতই তাদেরকে গন্তব্যের দিকে যাওয়ার অনুমতি   দেওয়া হবে।

উপসাগরে ফারসি  দ্বীপের কাছে একটি  যান বিকল হলে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী।

 একটি অসমর্থিত সূত্র বার্তা সংস্থা এপিকে জানায়, জন কেরি নিজেই ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে জারিফের সঙ্গে কথা বলেছেন।

তবে আটক নাবিকদের কখন মুক্তি  দেওয়া হবে তা স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি।

/এমএসএম/এইচকে/