ওবামার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বিভক্ত যুক্তরাষ্ট্রের হতাশা

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন ওবামাযুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে বিভক্ত অবস্থায় রেখেই ক্ষমতা ছাড়তে হবে বলে হতাশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার রাতে দেওয়া সবশেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এমন হতাশা প্রকাশ করেন তিনি।ভাষণে বিরোধিতাকে গণতন্ত্রেরই অনুষঙ্গ হিসেবে দেখবার অনুরোধ জানান তিনি।
২০০৮ সালে নির্বাচনি প্রচারণায় বারবারই যুক্তরাষ্ট্রের ঐক্যের ডাক দিয়েছিলেন ওবামা। তখন তিনি বলেছিলেন, আমরা আলাদা করে লাল কিংবা নীল রাষ্ট্র নই। আমরা যুক্তরাষ্ট্র।’
তবে তার দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ আরও দৃঢ় হয়েছে; এমন উপলব্ধির কথা জানালেন ওবামা। প্রেসিডেন্ট হিসেবে আর এক বছর ক্ষমতায় আছেন ওবামা। তবে এ এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি বিভক্ত হয়ে পড়বে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ওয়াশিংটনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসা ও সন্দেহ বেড়েছে। আর এটিকে নিজের প্রেসিডেন্সির সময়কালীন সবচেয়ে বড় হতাশাগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি।
ওবামা বলেন, ‘উৎকৃষ্ট মানের রাজনীতি মানে এই না যে সবকিছুতে রাজি হয়ে যেতে হবে, সম্মতি জানাতে হবে। কোনও দেশের গণতন্ত্রের জন্য সেখানকার নাগরিকদের মধ্যে মৌলিক আস্থার বন্ধন থাকা জরুরি। যদি আমরা মনে করি, আমাদের বক্তব্যের সঙ্গে যারা দ্বিমত প্রকাশ করছেন তারা দ্রোহী কিংবা আমাদের রাজনৈতিক বিরোধীরা দেশপ্রেমী নন-তখন সে গণতন্ত্র কাজ করে না। সমঝোতা না থাকলে, মৌলিক সত্যগুলোকে প্রতিযোগিতার মুখে ফেললে কিংবা যারা আমাদের কথায় সম্মতি জানায় কেবল তাদের কথা শুনলে গণতন্ত্র অচল হয়ে পড়ে।’

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানান ওবামা। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/