'ইতিহাসের চরম বিতর্কিত অধ্যায় শেষ হোক': অস্ট্রেলিয়া

চুরি যাওয়া ১৪টি মূল্যবান প্রত্ন সামগ্রী অবশেষে ভারতকে ফিরিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রাচীন সম্পদগুলো অধিকাংশই চুরি যাওয়া অথবা চোরাচালানকারীদের হাত ঘুরে বিদেশে পাচার হয়। মহামূল্য প্রত্ন সম্পদ কীভাবে ভারত থেকে গায়েব হয় তা অজানাই রয়ে গেছে।

ভারত ও অস্ট্রেলিয়ার সৌহার্দ্যের সম্পর্কের অংশ হিসেবেই, কয়েকটি ভাস্কর্য, তৈলচিত্রসহ আরও কিছু জিনিস ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশানাল গ্যালারি কর্তৃপক্ষ।

রাজধানী ক্যানবেরা সংগ্রহশালার তরফ থেকে ১৪টি প্রাচীন সামগ্রী ভারতের হাতে তুলে দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। সিডনির ন্যাশানল গ্যালারির পরিচালক নিক মিতজেভিচ জানিয়েছেন, আগামী একমাসের মধ্যে ভারত সরকারের হাতে তুলে দেবে স্কট মরিসন সরকার।

তিনি জানান, ‘ভারতীয়দের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে দিতে পারলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। ইতিহাসের অতি বিতর্কিত একটা অধ্যায়ের পরিসমাপ্তি চায় ন্যাশানাল গ্যালারি’। এই প্রত্ন শিল্পগুলোর দাম আনুমানিক ২২ লাখ মার্কিন ডলার।

মিতজেভিচ আরও জানান, একটি দেশ থেকে চুরি করে আনা সম্পদ, অন্য একটি দেশের সংগ্রহশালার শোভা বর্ধন করবে, তা কোনও রাষ্ট্রের কাছেই কাম্য নয়।