জাকার্তা হামলায় জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। জাকার্তা হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
জাকার্তার মেট্রোটিভির এক প্রতিবেদনে দেখানো হয়, হাতকড়া পরিয়ে ওই ব্যক্তিদের বাড়ি থেকে বের করে আনা হচ্ছে।
জাকার্তার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, ‘আইএসের উত্থানের বিষয়ে আমাদের সচেতন হতে হবে।’ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, ‘আমি আশা করবো অন্যান্য দেশের পুলিশ প্রশাসনও এ বিষয়ে পদক্ষেপ নেবে। কেননা এই সন্ত্রাসবাদ কোন দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং একটি নেটওয়ার্কের অংশ।’


তিনি আরও জানান, এই হামলার পেছনে বাহরুন নাইম নামের এক জঙ্গির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থা আরও জানায়, নাইম দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে হামলাকারী ও বেসামরিক নাগরিকসহ মোট সাতজন নিহত হন। ইন্টারনেটে এক বিবৃতিতে আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জিহাদি কার্যক্রম পর্যবেক্ষক সংস্থা সাইট ইন্টিলিজেন্স। সূত্র: গার্ডিয়ান
/ইউআর/বিএ/