সুপার মার্কেটে ছুরিকাঘাত ‘সন্ত্রাসী হামলা’: নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি সুপার মার্কেটে ছুরি নিয়ে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। নিহতের আগে ওই ব্যক্তি অন্তত ছয় জনকে ছুরিকাঘাতে আহত করেছে। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, এই ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা এবং নজরদারিতে থাকা এক শ্রীলঙ্কার নাগরিক হামলাটি চালিয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, নিহত হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী দ্বারা অনুপ্রাণিত।

আরডার্ন জানান, হামলার এক মিনিটের মধ্যেই পুলিশের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ যা ঘটেছে তা জঘন্য, বিদ্বেষতাড়িত এবং ভুল।

তিনি জানান, হামলাকারী ২০১১ সালে নিউ জিল্যান্ড আসে। কিন্তু ২০১৬ সালের পর থেকে তার ওপর নজরদারি রাখা হচ্ছিল। মূলত তার আদর্শ নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া।

প্রশ্ন উঠেছে, ছয়জনকে আহত করার আগেই কেন হামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলো না।