চার দিন পর জঙ্গল থেকে উদ্ধার হলো শিশুটি

অস্ট্রেলিয়ায় নিখোঁজের চার দিন পর জঙ্গল থেকে অ্যান্থনি এজে এলফালক নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার খেলতে গিয়ে বাড়ির কাছে ওই জঙ্গলে চলে গিয়েছিল বাক-প্রতিবন্ধী ওই শিশুটি। সোমবার তাকে উদ্ধার করে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে নিজ বাড়ির উঠান থেকে হারিয়ে গিয়েছিল শিশুটি। এরপর হন্যে হয়ে তাকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুজি করেও কোনও সন্ধান না মেলায় শিশুটি অপহৃত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

অবশেষে পুলিশের সহায়তায় তাকে খুঁজে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, নিজ বাড়ি থেকে ৫০০ মিটার দূরে জঙ্গলের একটি ছোট নালার পাশে বসে শিশুটিকে পানি খেতে দেখে তারা। এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।

হেলিকপ্টার থেকে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, নালার পাশে বসে শিশুটি হাত দিয়ে পানি পান করার চেষ্টা করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্থনি এজে এলফালককে ভেজা পোশাকে পাওয়া গেছে। তার পায়ের নিচের অংশে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে এর বাইরে তার স্বাস্থ্য ভালো ছিল। সন্তানকে পেয়ে উচ্ছ্বসিত শিশুটির পিতা এ ঘটনাকে অলৌকিক হিসেবে আখ্যায়িত করেছেন।