আইএস হত্যায় অভিযুক্ত হতে পারেন সাবেক ডাচ সেনা

গত বছর সিরিয়ায় যুদ্ধ করার সময় এক আইএস সদস্যের সন্দেহভাজন হত্যাকারী হিসেবে নেদারল্যান্ডস-এর এক সাবেক সেনাকে গ্রেফতার করা হয়েছে।গত বুধবার আরনহেম নগর থেকে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। নেদারল্যান্ডস ২০১৪ সালের অক্টোবর থেকে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অংশ নিচ্ছে
শুক্রবার তাকে আদালতে তোলা হয় ও সাময়িক মুক্তি দেওয়া হয়।
ডাচ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘গ্রেফতারকৃত ব্যক্তি ডাচ সেনা ছিলেন।সিরিয়ায় কুর্দিশদের পাশে থেকে আইএস বিরোধী যুদ্ধে অংশ নেন তিনি। তার প্রসঙ্গে নানা তথ্য সংবাদমাধ্যমে ও ফেসবুকে উঠে এসেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ডাচ আইনে বিশেষ পরিস্থিতির উদ্ভব না হলে অর্থাৎ  আত্মরক্ষার প্রয়োজন না পড়লে কাউকে হত্যা করা বিধিসম্মত নয়। ফলে তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হতে পারে।’
ডাচ সংবাদমাধ্যমের সংবাদে তাকে জিতসি আকসে নামে চিহ্নিত করা হয়। তিনি স্থানীয় এক গণমাধ্যমে বলেন, ‘একজন আইএস সদস্য হত্যা করে আমি সম্ভবত অনেকের প্রাণ রক্ষা করেছি।’

প্রসঙ্গত, নেদারল্যান্ডস ২০১৪ সালের অক্টোবর থেকে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অংশ নিচ্ছে।সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/