তাইওয়ানের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

তাইওয়ানে ভোটগ্রহণ সম্পন্নতাইওয়ানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় বলে জানিয়েছে বিবিসি। দেড় হাজার কেন্দ্রে এ ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে তাইওয়ানের প্রায় ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ।
নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে চীনের সাথে তাইওয়ানের সম্পর্ক কোন দিকে মোড় নেবে। তাই চীনসহ পুরো বিশ্ব অত্যন্ত গুরুত্বের সাথে এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাই এবারের নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুই প্রার্থী হচ্ছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন ও ক্ষমতাসীন দল কুওমিনটাং-এর এরিক চু। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট মা ইং নির্বাচনে অংশ নিতে পারছেন না। সংবিধান অনুসারে দেশটির প্রেসিডেন্ট পদে দুই বারের বেশি থাকা যায় না।
গত সপ্তাহে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, কেএমটি পার্টির এরিক চু সামান্য ব্যবধানে সাই ইং-ওয়েনের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রধান ইং-ওয়েন জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও চীন এ নির্বাচনের গতি-প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ানকে নিয়ে দেশ দুটির মধ্যে তিক্ত অভিজ্ঞতাও রয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

/ইউআর/বিএ/