৪০০ বছর পর মন্দিরে প্রবেশাধিকার পেলেন নারী আর দলিতেরা

ভারতের উত্তরখণ্ডের একটি মন্দির কর্তৃপক্ষ ৪০০ বছরের রীতি ভেঙ্গে নারী ও দলিতদের মন্দিরে প্রবেশাধিকার দিয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। উত্তরখণ্ডের মন্দিরে প্রবেশাধিকার পেয়েছেন নারী ও দলিত
মন্দির কমিটির চেয়ারম্যান জহর সিং চৌহান বলেন,‘আমাদের অঞ্চলের উন্নয়ন ও সাক্ষরতার হার বাড়ছে। এখন পরিবর্তনের সময়। গত কয়েকমাস ধরেই মন্দিরে প্রবেশাধিকার সংরক্ষণের এই প্রাচীন নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন এই এলাকার দলিতরা। তাদের সেই আন্দোলনের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দলিত নেতা দৌলত কুয়ার বলেন, ‘আমরা গত ১৩ বছর ধরে আন্দোলন করে আসছি। মন্দির কমিটির এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’  সূত্র : আনন্দবাজার পত্রিকা
/ইউআর/বিএ/