বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা জাপানের

বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাপান। কোভিড-১৯ মহামারির প্রকোপ ঠেকাতে এ বছরের গোড়ার দিকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ওই সময়ে বাংলাদেশ ছাড়াও আরও  পাঁচটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে টোকিও। শুক্রবার সন্ধ্যায় সবকটি দেশের ওপর থেকে এ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে নতুন এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ছাড়া বিধিনিষেধ থেকে অব্যাহতি পাওয়া বাকি দেশগুলো হলো ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। করোনা মোকাবিলায় ১৪ দিনের মধ্যে এসব দেশে সময় কাটানো বিদেশি পর্যটকদের জাপান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মূলত ওই আদেশটিই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছে টোকিও। নতুন নিয়মে বাংলাদেশসহ ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটকদের এখন জাপানে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন মেনে চলতে হবে। এছাড়া দেশটিতে প্রবেশের পর একবার কোভিড টেস্ট করতে হবে। তিন দিনের আইসোলেশন শেষে আবারও এই টেস্ট করাতে হবে।