সৌদি-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা পাকিস্তানের

নওয়াজ শরিফ ও রাহিল শরিফইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাবে পাকিস্তান। এই উত্তেজনা বন্ধ না হলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে; আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যে এমন মন্তব্য করলো ইসলামাবাদ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহিল শরিফ সোমবার রিয়াদ আর তেহরান যেতে পারেন। সেখানে পারস্পরিক বিবাদের মিমাংসার মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান করার জন্য দুদেশকে আহ্বান জানাবেন তারা।
খুব আচমকাই পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছে ডন। সম্প্রতি জাতীয় পরিষদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বলা হয়, এখন সৌদি-ইরানের মধ্যে মধ্যস্থতা করার সঠিক সময় নয়। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পূর্বনির্ধারিত ইরান সফরও বাতিল করে পাকিস্তান সরকার।  
অসমথির্ত সূত্রের বরাতে ডন জানায়, মূলত রাহিল শরিফ মধ্যস্থতার উদ্যোগটি নিয়েছেন। গত সপ্তাহে সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় চলমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি উল্লেখ করে তাদেরও সতর্ক করেছিলেন তিনি। সূত্র: ডন

/এফইউ/বিএ/