কোপ-২৬ জলবায়ু সম্মেলনে অংশ নিতে চায় না অস্ট্রেলিয়া!

আসন্ন (কোপ-২৬) জলবায়ু সম্মেলনে নিজেদের অংশগ্রহণ অনিশ্চিত বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অস্ট্রেলিয়ার অর্জন খুব একটা ভালো না হওয়ায় প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হচ্ছে দেশটির সরকারকে। এ অবস্থায় আগামী নভেম্বরে হতে যাওয়া জলবায়ু সম্মেলনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মরিসন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মনে করেন, এই সময়ে অস্ট্রেলিয়ার করোনা নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেওয়া উচিত। তবে যত দ্রুত সম্ভব নিজ দেশের কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে চান স্কট মরিসন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোপ-২৬ হবে চলতি বছরের সবচেয়ে বড় বৈশ্বিক জলবায়ু সংকট আলোচনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব নেতাদের ১২ দিনের বৈঠকে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে করণীয় এবং তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে আলোচনা হবে।