অস্ট্রেলিয়ায় বিপজ্জনক ‘সুপারসেল’ ঝড়, বন্যার আশঙ্কা

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বিপজ্জনক ‘সুপারসেল’ বজ্রঝড় আঘাত হানতে শুরু করেছে। কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে বলেছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিকূল আবহাওয়া ও নতুন বন্যা দেখা দিতে পারে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, এই মৌসুমের প্রথম বড় ধরনের এই ঝড়ে গত পাঁচ বছরের মধ্যে বৃহত্তম বৃষ্টিপাত হতে পারে। পূর্বাঞ্চলীয় উপকূলের বাসিন্দাদের ভারি বৃষ্টি, শিলা বৃষ্টি ও দমকা হাওয়ার বিষয়ে প্রস্তুতি নিতে হবে।

আবহাওয়ার ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ জ্যাকসন ব্রাউনি জানান, ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি বুধবার শুরু হবে এবং শুক্রবার পর্যন্ত থাকবে।

তিনি বলেন, এটি এই মৌসুমের প্রথম বজ্রবৃষ্টি। সামনে কেমন পরিস্থিতি হবে এটি তারই আভাস। এবার বৃষ্টি প্রচুর হবে।