নিজের দেহকে ঢাল বানিয়ে শিলাবৃষ্টি থেকে গাড়ি রক্ষার চেষ্টা

হঠাৎ শিলাবৃষ্টি। এমন পরিস্থিতিতে শিলাবৃষ্টি থেকে ‘মার্ক আইভি সুপরা’ স্পোর্টস গাড়িটি রক্ষায় মজার কাণ্ডই না ঘটিয়ে বসলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। হাতের সামনে কম্বল, কাঠের টুকরোর পাশাপাশি নিজের শরীরকে ঢাল বানিয়ে শিলার আঘাত থেকে গাড়িটি রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এমনই এক ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

টিকটকে তার ভিডিও আপলোড হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার লাইক ও বহু মানুষ দেখেন। ভিডিওতে দেখে গেছে, মালিক শিলাবৃষ্টি থেকে গাড়িটি সুরক্ষায় ছোটাছুটি করছেন। কখনও নিজের শরীর গাড়ির সামনের দিকে ঢেকে দিচ্ছেন কখনও আবার গাড়ির পেছনে।

এদিন অস্ট্রেলিয়ার সিডনিতে কয়েক ঘণ্টা শিলা বৃষ্টি এবং ঝড় হয়। এতে অন্যদের মতো ওই ব্যক্তিকে বেশ ভোগান্তিতে পড়তে দেখা যায়। তবে সব কিছু ছাপিয়ে তার কাণ্ড নজরে পড়ে অনেকেরই।

গাড়িটি ঠিক ছিল কিনা তা জানার আগ্রহ দেখা দেখায় অনেকের ভেতর। হঠাৎ ওই ভিডিওর নিচে গাড়ির মালিক মন্তব্য করেন, 'গাড়িটি পুরোপুরি অক্ষত আছে'।