জনপরিসরে অধিকার প্রতিষ্ঠায় ভারতীয় নারী

জনপরিসরে নারীর গমনাগমনে অলিখিত নিষেধাজ্ঞা ও সামাজিক ট্যাবু ভেঙ্গে ফেলতে এক অভিনব প্রচারণা শুরু করেছেন ভারতের নারীরা। প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন নগরে ও শহরে বিছানাবালিশ নিয়ে পার্কে খোলা আকাশের নিচে দিবানিদ্রা ও বিশ্রাম করছেন তারা।  মিট টু স্লিপের কর্মসূচি

ব্ল্যাঙ্ক নয়েজ নামে নারীদের একটি দল চালাচ্ছে এই মিট টু স্লিপ প্রচারণা।সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ডাক পাঠাচ্ছেন অন্য নারীদের।ব্ল্যাঙ্ক নয়েজের সদস্য জেসমিন পাঠেজা বলেন, ‘আমাদের প্রচারণা সব বয়সের নারীর জন্য। জনপরিসরে নিরাপত্তাজনিত উদ্বেগ ছাড়াই ঘুমানো মানুষে মানুষে বিশ্বাস বাড়িয়ে দেবে বলেই মনে করি আমরা।’ 

খোলা পার্কে ঘুমাচ্ছেন এক ভারতীয় নারী

তিনি আরও জানান, এই কর্মসূচির উল্লেখযোগ্য অংশ হচ্ছে ঘুমন্ত, বিশ্রামরত ও অসাবধান নারীদের জনপরিসরে দৃশ্যমান করা।

খোলা পার্কে দিবানিদ্রা

ব্যাঙ্গালুরুর কাবন পার্কে ২০১৪ সালে শুরু হওয়া এই প্রচারণা পৌঁছে গিয়েছে জয়পুর, পুনে, মুম্বাইসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে।সুত্রঃ বাজফিড, ডেক্কান ক্রনিক্যাল

/ইউআর/