লকডাউনকে বিদায় জানিয়ে আনন্দে মাতলো মেলবোর্নবাসী

২৬২ দিন পর লকডাউনকে বিদায় জানালো অস্ট্রেলিয়ার মেলবোর্নবাসী। করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের দীর্ঘতম লকডাউন তুলে দিয়ে সবকিছু উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার মেলবোর্নের পথে পথে মানুষের ব্যস্ততা বেড়েছে। যেন মুক্তির স্বাদ মিলেছে এখানকার মানুষের। সকাল থেকেই কারণ ছাড়াই অনেককেই রাস্তায় বের হতে দেখা গেছে। যেন করোনা মহামারির পূর্বে ফিরে গেছেন তারা। কেউ ক্যাফেতে যাচ্ছেন, কেউ আবার অনেক দিন পর সুযোগ পেয়ে স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় বেড়াতে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে প্রিমিয়ার ডেনিয়েল অ্যান্ড্রুজ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আর লকডাউন নয়। রাজ্যে ভ্যাকসিন কার্যক্রম জোরেশোরে চলছে’।  

কোভিড মহামারি চলাকালীন ছয় দফা লকডাউনে ২৬০ দিনের বেশি সময় বিধিনিষেধে কেটেছে মেলবার্নবাসীর। যে কারণে ‘বিশ্বের সবচেয়ে বেশি দিন লকডাউনে থাকা শহর’ তকমা পেয়েছে ভিক্টোরিয়া প্রদেশের এই রাজধানী।

সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু মেলবোর্ন অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যেও ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা মহামারিতে অস্ট্রেলিয়ায় এক হাজার ৫৯০ জনের প্রাণহানি হয়েছে।